হোস্টিং এ কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন?


গত পোস্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের নেম সার্ভার চেঞ্জ করার মাধ্যমে ডোমেইন এবং হোষ্টিং কানেক্ট করবেন। এটা কানেক্ট করার পর, আপনার প্রথম কাজ হবে আপনার হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করা। এর জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন –
প্রথমে আপনার হোস্টিং এর সিপ্যানেল এ প্রবেশ করুন। এরপর নিচে যদি স্ক্রল করেন তাহলে দেখবেন যে “Software” সেকশনে প্রথমেই “WordPress Manager by Softaculous” এই অপশন আছে। সেটাতে ক্লিক করে ওপেন করুন।

Wordpress

এরপর Install এর একটি অপশন পাবেন। সেটাতে ক্লিক করলে নিচের মত একটি ইন্টারফেস আসবে।

Install WordPress

এখানে ,

  • Software Setup এর মধ্যে Choose Installation URL এর মধ্যে শেষে যে WP আছে সেটি রিমুভ করে দিন।
  • Site Settings এর মধ্যে আপনার সাইটের নাম এবং ডিটেইলস দিন।
  • Admin Account এর মধ্যে নিজের মেইল এবং পাসওয়ার্ড দিন।
  • Select Theme এর মধ্যে যেকোনো একটি থিম ইনস্টল করে নিন।
  • এরপর সবার শেষে থাকা Install এ ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিন।

এর বাইরে যে অপশন গুলো আছে সেগুলো ডিফল্ট থাকলেও হবে বা আপনারা চাইলে সেগুলোতেও মডিফাই করতে পারবেন। এরপর কিছুক্ষন ওয়েট করলেই আপনার হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে যাবে।

Riduan Chowdhury
Riduan Chowdhury

WordPress Developer & Designer | Digital Marketing Specialist | Content Creator | SEO Expert

Articles: 32