Buy .com domain at only 850tk. Check offers
ডোমেইনের নেম সার্ভার চেঞ্জ করবেন কিভাবে?
আজকের এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডোমেইন এর নেম সার্ভার চেঞ্জ করবেন। আপনাদের ডোমেইনের নেম সার্ভার চেঞ্জ করার মাধ্যমে আপনারা আপনাদের ডোমেইন এবং হোস্টিং একসাথে কানেক্ট করতে পারবেন।
কিভাবে ডোমেইন এর নেম সার্ভার চেঞ্জ করতে হয়?
তো এর জন্য প্রথম আপনাদের BDIX HOST ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং Client Area থেকে আপনার একাউন্টে লগইন করতে হবে। লগিন করার পর আপনি এরকম এক অপশন পাবেন –

- এইখান থেকে Service এ ক্লিক করুন।
- এরপর আপনার যে হোস্টিং এর সাথে ডোমেইন কানেক্ট করতে চান সেই হোস্টিং এ ক্লিক করুন।
- একটু নিচে স্ক্রল করলে এরকম একটা বক্স পাবেন যেখানে ২টি Nameserver অপশন লিখা আছে।
- এই ২টি নেম সার্ভার কপি করে নিন।
এরপর আপনার ডোমেইন সেকশনে যান। ডোমেন সেকশনে –
- আপনি যে ডোমেইন এর সাথে আপনার হোস্টিং কানেক্ট করতে চান সেই ডোমেইন এ ক্লিক করুন।
- এখানে Change the nameservers your domain points to নামে যে অপশন পাবেন সেটাতে ক্লিক করুন।
- এরপর সেখানে আপনি কিছু Namesever এর বক্স পাবেন। এখানে Use custom nameservers অপশনটি সিলেক্ট করুন।
- এর মধ্যে ডিফল্ট কিছু নেম সার্ভার থাকতে পারে। সেগুলো প্রথমে ডিলিট করে নিন। এরপর সেগুলোতে আপনি আপনার হোস্টিং থেকে কপি করা দুইটি নেম সার্ভার বসিয়ে দিন। এরপর Change Nameservers এ ক্লিক করে নেম সার্ভার চেঞ্জ করে নিন।
নেম সার্ভার আপডেট হতে ২৪ ঘন্টাও সময় লাগতে পারে। এর জন্য ধৈর্য ধরে ওয়েট করুন।