নিজের হোস্টিং প্যাক নিজেই তৈরি করতে পারবেন Bdixhost এর Bespoke Cloud Hosting ব্যবহার করে ।

ধরুন আপনি ব্লগ সাইট মাইগ্রেট করতে চাচ্ছেন। এখন আপনার ব্লগ এ প্রতিদিন অনেক ভিজিটর আসে বলে আপনার অনেক বেশি Bandwidth প্রয়োজন, তবে আপনার ব্লগে তেমন বেশি জায়গা নেয় এমন কোনো কিছু নেই বলে আপনার হোস্টিং স্টোরেজ কম প্রয়োজন। এখন আপনি হোস্টিং প্যাকেজ কিনতে গেলে এমন প্যাকেজ কি খুজবেন যেখানে Bandwidth Unlimited/ অনেক বেশি।

তবে বেশিরভাগ হোস্টিং প্রোভাইডার এর সাজানো প্যাকেজ গুলো তে যেখানে Bandwidth বেশি থাকে সেটাতে স্টোরেজ ও অন্যান্য রিসোর্সেস অনেক বেশী থাকে এবং প্রাইস অনেক বেশী প্রয়োজন। তবে আপনার অতো রিসোর্স প্রয়োজন নেই, যদি এইগুলোর জন্য আপনার পেমেন্ট না করতে হতো তবে আপনার কত টাকা বাচতো ভাবুন, এই বিষয় অন্যান্য প্রোভাইডার না বুজলেও আমরা বুঝি। আর বুঝি বলেই আপনাদের অফার করছি আমাদের বিস্পোক হোস্টিং।

যেখানে আপনি আপনার পছন্দ মতো হোস্টিং প্যাকেজ বানিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী!

ভিজিট করুন : https://www.bdixhost.com/bespoke-hosting/

 

#hosting #BDIXHosting #FastHosting #HostingServices

Scroll to Top