যেকোনো ব্যাবসা শুরুর আগে প্রস্তুতি মূলক কিছু কাজ থাকে। যার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ কাজ হলো মার্কেট রিসার্চ। আপনি যে সার্ভিস প্রোভাইড করবেন মার্কেট এ তার চাহিদা কেমন। আপনি যদি আপনার নিজের হোস্টিং প্রোভাইডার বিজনেস স্টার্ট করতে চান তাহলে মার্কেট রিসার্চ করলেই দেখতে পাবেন মার্কেট এ কেমন চাহিদা। অনেক হোস্টিং কোম্পানি বিভিন্ন ধরনের হোস্টিং সার্ভিস প্রোভাইড করছে এবং তাদের পরিচিত ও তারা বানিয়ে ফেলেছে। এখন এই মার্কেট এ আপনি যদি নতুন করে নিজের হোস্টিং কোম্পানি এর পরিচয় তৈরী করতে চান তাহলে কম্পিটিটর বেশি ই হবে।
তবে আপনি যদি স্পেসিফিক ভাবে শুধুমাত্র BDIX Hosting সার্ভিস দেওয়া শুরু করেন তাহলে আপনার কম্পিটিটর অর্ধেকে নেমে আসবে। কেননা বেশীরভাগ কোম্পানি তাদের সাধারন সার্ভিস গুলো ঠিকভাবে দিতে হিমশিম খায়, সেখানে আপনি যদি নির্দিষ্ট ভাবে BDIX Hosting সেল করেন ভালো সার্ভিস নিশ্চিত করে, তাহলে আপনার হোস্টিং কোম্পানি খুব দ্রুত ই সফলতার দেখা পাবে। আপনি আমাদের BDIX Reseller package এর মাধ্যমেই শুরু করতে পারেন আপনার BDIX রিসেলার বিজনেস। ২৫টি সিপ্যানেল মাত্র ১৫০০ টাকা প্রতিমাস।
#bdixhost_com #BDIXHOST #BDIXHosting #BDIXServices