৩জিবি BDIX Hosting মাত্র ২৪০ টাকা প্রতিমাস

একটি ওয়েবসাইটের ওপর অনেক কিছুই নির্ভর করে। কোনো ইকমার্স সাইটের সেল থেকে শুরু করে কোনো কোম্পানির রেপুটেশন পর্যন্ত নির্ভর করে একটি ওয়েবসাইটের ওপর। তাই যেকোনো কোম্পানি ই ওয়েবসাইট তৈরির সময় চেষ্টা করে যেন ওয়েবসাইট টি অনেক সুন্দর ও আকর্ষনীয় হয় একই সাথে SEO Friendly হয় যেন গুগুল থেকেও ভিজিটর আসে। আর এসব করতে গিয়ে সাইটের লোডিং টাইম অনেক বেশী হয়ে যায় এবং সাইট অনেক স্লো হয়ে যায়।

এটার অন্যতম বড় কারন হলো সার্ভার লোকেশন, যা অনেক জায়গার ভিজিটর দের এক্সেস এ সমস্যা করে যার কারনে ওইসকল জায়গাতে ওয়েবসাইট অনেক স্লো লোড হয়। তবে আপনার টার্গেটেড ভিজিটর যদি বাংলাদেশের হয় তবে আপনি BDIX হোস্টিং আপনার ওয়েবসাইটে এনে দিবে প্রান। আপনার ওয়েবসাইট কে গুলির বেগে লোড করতে, ভিজিটর দের বেস্ট এক্সপেরিয়েন্স দিতে BDIX Hosting এর কোনো বিকল্প নেই।

আমাদের এখানে ৩জিবি BDIX Hosting মাত্র ২৪০ টাকা প্রতিমাস এ পেয়ে যাচ্ছেন।

হোস্টিং কিনার জন্য নিচের লিংক এ ক্লিক করুন : https://www.bdixhost.com/bdix-hosting/

 

 

#BDIXHOST #BDIX #HostingServices

Scroll to Top